Saturday, December 20, 2014

আমার এক ডজন

নিজের মনের খেয়ালখুশির পোস্ট। এক থেকে বারো, এই সংখ্যাগুলোর প্রত্যেকটাই আমাকে কিছু না কিছুর কথা মনে করিয়ে দেয়। সেগুলোই লিখে ফেললাম পরপর। আর 'নবাব কিনলে আরাম ফ্রি'-র মতই এক থেকে বারোর সঙ্গে শূন্য ফ্রি!
সময় থাকলে আপনাদের গুলোও কমেন্টে লিখে ফেলুন না হয়!!

0 – The score which put Don and Dada together in their last innings

1 – Shreya... একমেবদ্বিতীয়ম

2 – মানিকজোড়

3 – The Three Musketeers, Bengali kind

4 - Fab Four

5 – পান্ডব, মহাভারত বা গোয়েন্দা কাউকেই পোষায় না

6 -  দাদা মারত, বাপি বাড়ি যা

7 – Harry Potter, from seven horcruxes to seven players in a Quidditch game.

8 – দুর্গা পুজোর অষ্টমী

9 – 9/11, sad but true

10 – Pele

11 – Number of kids in Yadav household in Patna

12 – এক ডজন গপপো, আরো এক ডজন, আরো বারো...

6 comments:

  1. ১। চন্দ
    ২। পক্ষ
    ৩। নেত্র
    ৪। চাকা
    ৫। মহাদেশ
    ৬। রিপু
    ৭। সমুদ্র
    ৮। গর্ভ
    ৯। হোস্টেলের রুম নাম্বার। আমার প্রিয় নম্বর।
    ১০। হাত

    ReplyDelete
  2. সরি, ১-এ চন্দ্র হবে।

    ReplyDelete
  3. ১১, ১২ লিখতে ভুলে গেছি। জঘন্য। এই লিখে দিলাম।

    ১১। বাস নম্বর। যে বাসের টিকিট কাটতে হয় না।
    ১২। বনবাস

    ReplyDelete
  4. Ha ha... kuntala... sei chhotobelar dharapat... tobe hostel er ghor ta nischoi khub priyo chhilo. Tai nota groho r jaega niyeche!!

    ReplyDelete
  5. 9 ta 9/11 na likhe DADA r 99 jersey ba united er 99 e UCL jete dile parti

    ReplyDelete
  6. 9 e boro Ronaldo o hoe... ekhon mone holo

    ReplyDelete

"It’s always very easy to give up. All you have to say is ‘I quit’ and that’s all there is to it. The hard part is to carry on”