শাড়ি
একটি পাড়াতুতো কথোপকথন।
- এবার পুজোয় কটা শাড়ি হল মিসেস বোস?
- বেশি হয়নি মিসেস সরকার। এই তো কয়েকটা কোটা, তাঁত,
চারটে সিল্ক, একটা জামদানী, একটা বোমকাই... ওয়াইন কালারের...
- বাহ্... বেশ অনেকগুলো।
- হ্যাঁ। ওহ্ বলা হয়নি, একটা কাঁথা স্টিচও কিনেছি।
- চমৎকার।
- তার সঙ্গে তো বুঝতেই পারছেন আত্মীয়-স্বজন, আমার
দিদি-বউদি... পাশের মন্দির...
- আপনি বাড়ির পাশের মন্দিরে শাড়ি দান করেন বুঝি?
- আরে মায়ের পুজোতে দিতে হবে না?
- কিন্তু সেটাতো পুরুত ঠাকুর নিয়ে যাবেন... বোধহয় বেচে
দেবেন।
- সে যাকগে... আমার তো মাকে পুজো দেওয়া নিয়ে কথা... ওসব
কথা ছাড়ুন... আপনার এবার কটা শাড়ি হল?
- ঐ, আপনার মতই, চার-পাঁচটা। সঙ্গে আত্মীয়দের জন্য তো
আছেই। আর ঐ গণেশের মার জন্য একটা শাড়ি।
- বাব্বা! এই তো আমায় দূর্গাপুজোতে শাড়ি দেওয়া নিয়ে
জ্ঞান দিলেন!
- ইয়ে... গণেশের মা হল এই আমার-আপনার বাড়িতে যে লোকটা
পুজোর আগে ক্যানিং থেকে বাগান পরিষ্কার করতে আসে তার বউ!
No comments:
Post a Comment