-
তাই বলে আপনি শিক্ষক দিবসে
আপনার কৃতজ্ঞতা জানাতে এক কৌটো মকাইবাড়ির চা নিয়ে এসে হাজির হবেন!
-
আরে মশাই... আপনার কাছ থেকে
কি আজ থেকে শিখছি! সেই উটের পাকস্থলী দিয়ে শুরু! ঠিক কিনা?
-
হ্যাঁ সেটা ঠিক...
-
তারপর থেকে তো পদে পদে
আপনার কাছ থেকে শিখেই চলেছি। উটে কী করে চড়তে হয়, বুমের্যাং কী করে কাজ করে, টোয়েন্টি
নাইন কী করে খেলতে হয়... এসব ভুললে চলবে কেন?
-
আপনার মত সঙ্গী পাওয়া
সত্যিই কঠিন লালমোহনবাবু!
-
তারপর ধরুন বোম্বাইয়ের
বোম্বেটে... থুড়ি জেট বাহাদুর! সেটায় আপনার অবদান আমি কী করে ভুলি ফেলুবাবু?
-
আপনার কলমের জোর না থাকলে
কী আর এসব হত...
-
সব চেয়ে বড় কথা, আপনাদের
সঙ্গে থেকে আর এত জায়গায় ঘুরে আমার মনের যে প্রসার ঘটেছে সেটা কী কিছুই নয়?
-
একদম ঠিক বলেছেন মিস্টার
জটায়ু। কিন্তু আজকের দিনে আপনার জন্যেও যে আমার কাছে একটা উপহার আছে।
-
আমার জন্য? উপহার? বলেন কী
মশাই?
-
আলবাৎ! আপনি কী ভাবছেন?
আপনার থেকে কিছু শিখতে পারিনি আমি? আপনার মত নিঃস্বার্থভাবে বন্ধুদের জন্য বিপদের
মুখে ঝাঁপিয়ে পড়তে কজন পারে মশাই? আপনার মত ফুর্তিবাজ কজন হতে পারে? কে বলেছে আপনার
সহজ সরল জীবন থেকে কিছু শেখার নেই?
-
এবার আমার লজ্জা করছে
ফেলুবাবু!
-
লজ্জা পাবেন না। বরং এটা নিন।
আমার পয়েন্ট থ্রি টু কোল্ট রিভলবারটা। আপনার অস্ত্রের সংগ্রহে এটা জায়গা পাক।
-
বলছেন কী!
-
হ্যাঁ... আজকাল যা সব দেখছি
তাতে এসব আর আমার দরকার নেই।
No comments:
Post a Comment